May 5, 2024, 11:21 pm
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

ঠাকুরগাঁওয়ে ওই ভিক্ষুকের পাশে দাড়ালেন ওসি!

২ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দ নগর মুন্সির হাট ভিক্ষুক মহেলা বেগম (৭৫) পাশে দাঁড়িয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম।

সোমবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর থেকে থানা পুলিশ ওই ভিক্ষুকের টাকা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বৃদ্ধা ভিক্ষুক মহেলা বেগমের বাড়ি যান। এ সময় ওই বৃদ্ধার হাতে ওসি চাল, ডাল, তেল ও ওষুধ ক্রয়ের জন্য নগদ অর্থ তুলে দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, আমাদের সমাজে দিনদিন নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে। একজন ভিক্ষুকের টাকা ছিনিয়ে নেওয়া যুবকদের আটকের চেষ্টা অব্যাহত হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ওই বৃদ্ধা মাকে ওষুধ ক্রয়ের সহযোগিতা করেছি। টাকা উদ্ধার হলে সেটি তাকে ফেরত দেওয়া হবে।

মহেলা বেগম বলেন সারা দিন ভিক্ষা করে সোমবার বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশ্বে বসে টাকা গুলো গননা করছিলেন। এমন সময় দুই জন তরুণ তার কাছ থেকে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আজকে ওসি সাহেব বাড়িতে আসে চাল ও ওষুধ কেনার টাকা দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা