May 6, 2024, 5:04 am
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়ার দাবিতে তালা লাগিয়ে বিক্ষোভ

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুবি প্রতিনিধি:

করোনাভাইরাসে কারণে বন্ধ হয়ে যাওয়া স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষাথীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান করেন। বাংলা বিভাগের ১০ম বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব বলেন, বাংলাদেশে হাঁটবাজার থেকে শুরু করে সবকিছু খোলা এমনকি নিয়োগও পরীক্ষাও হচ্ছে তাহলে আমাদের স্নাতকের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে কেন গড়িমসি। ২৫ নভেম্বর আমাদের যে আন্দোলন হয়েছিল তখন বলা হয়েছিল ইউজিসিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে চিঠি দিবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি পাঠিয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নয়।

এদিকে বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের স্নাতক চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে শিক্ষাথীদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, তোমাদের দাবি যৌক্তিক। আজ বিভাগীয় চেয়ারম্যানদের সাথে পরীক্ষার বিষয়ে আমাদের মিটিং আছে। আমরা অতি শিগগিরই পরীক্ষার রুটিন জানিয়ে দেব।

এসময় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে মুঠোফোনে সংযোগ করে দেন। মুটোফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের বলেন, ইউজিসির সাথে ভর্তি পরীক্ষা নিয়ে মিটিং হয়েছিল। মিটিংএ স্নাতক চূড়ান্ত পরীক্ষার বিষয়ে কথাও হয়। আমরা পরীক্ষা নেয়ার ব্যাপারে আমাদের ভর্তি পরীক্ষা কমিটিকে বলে দিয়েছি। খুব শিগগিরই পরিক্ষা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা