May 5, 2024, 11:36 am
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

গ্যাসের আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের কাট্টলীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মায়ের মৃত্যুর দুদিন পর এবার মারা গেলেন ছেলেও। নিহত ছেলের নাম মিজানুর রহমান (৪২)।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এর আগে ঘটনার দিন ৯ নভেম্বর মিজানুরের মা পেয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়।

এদিকে নিহত মিজানের স্ত্রী দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌশল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি সুলতানা প্রকাশ মুন্নি, তার এক মেয়ে, এক ছেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

গত রোববার রাত ১২টার দিকে চট্টগ্রামস্থ কাট্টলীতে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। অপর দগ্ধরা হলেন- সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), শিশু মানহা (২), মাহের, রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

হাসপাতাল সূত্র জানা গেছে, সাইফুরের ২২ শতাংশ, সুলতানার ২০, মানহার ২০, মাহেরের ৫, পেয়ারার ৬০, রিয়াজের ১৮, জাহানের ১২ এবং সুমাইয়ার ১৫ শতাংশ পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কারও কোনো গাফিলতি থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সূত্র জানায়।

দগ্ধ পরিবারের সদস্য নাছির উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে গ্যাসলাইনে সম্প্রসারিত হয়। চট্টগ্রামের কাট্টলীপাড়ায় মরিয়ম ভবনে ভাড়া থাকতেন তার চাচাতো ভাই শিপিং কর্পোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান।

এ দুর্ঘটনায় তার স্ত্রী, ছোট দুই শিশুসন্তান, মা এবং ভাইবোনও দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা