April 29, 2024, 6:19 pm
সর্বশেষ:
মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম মেঘনায় প্রার্থীর কান্নায় ভোটারদের চোখে জল এভাবে আচরণ বিধি লঙ্ঘন হলে সুষ্ঠু নির্বাচন হবেনা : রতন শিকদার বোনের নির্বাচনী প্রচারণায় ড্যাফোডিল গ্রুপ সিইও মুহাম্মদ নুরুজ্জামান আজ সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী চেষ্টা করেছি ক্ষমতার সদ্ব্যবহার করতে , অপব্যবহার করিনি : মিলন সরকার

নকলায় উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী বিনা ধান-১৭ এর মাঠ দিবস

১১ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনা ধান-১৭ জাতের সম্প্রসারণ ও প্রচারের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা’র যৌথ আয়োজনে উপজেলার পাইসকা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খামার বাড়ী শেরপুরের উপ-পরিচালক আলহাজ্ব কৃষিবিদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী।
এ মাঠ দিবসে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা)’র প্রশিক্ষণ ও কর্মসূচি উইং এর পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল মালেক, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আক্তার, উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শ.ম. আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খঁান মুকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বিনা ও স্থানীয় কৃষক, কৃষাণীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা