May 2, 2024, 1:12 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

শ্রমিক লীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :  

 

ব্যক্তি স্বার্থ হাসিল করতে একাধিক স্থানে দ্বৈত কমিটি গঠনের অভিযোগ উঠেছে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে।সম্প্রতি শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় বিষয়টি নিয়ে তুমুল বাক-বিতন্ডা হয়েছে। 

অন্যায় ভাবে যেসব কমিটি দেয়া হয়েছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগকারীরা লিখিত চিঠি জমা দেবেন বলে জানা গেছে। 

তারা বলছেন, এসব পকেট কমিটি বাতিল না করলে তারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন।

জানা গেছে, নরসিংদী, যমুনা অয়েল কোম্পানী, মানিকগঞ্জ, টাঙ্গাইলসহ কয়েকটি স্থানে কমিটি থাকা সত্ত্বেও নতুন করে কমিটি দেয়া হয়েছে। এসব কমিটি দিয়েছেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ফলে দ্বৈত কমিটি নিয়েই চলছে সংগঠনের কাজ। এ নিয়ে নানা ক্ষোভ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। 

এ বিষয়ে নরসিংদী শ্রমিক লীগের আহবায়ক ও পৌর প্যানেল মেয়র  মো. রিপন সরকার বলেন, আমরা গত ১৬ তারিখে সম্মেলনের মাধ্যমে কমিটি করার জন্য কেন্দ্রে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো কারণ ছাড়াই এখানে সম্মেলনের আগের দিন একটি কমিটি দেয়া হয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই নতুন কমিটি দেয়া হয়েছে। এর বিরুদ্ধে বৃহস্পতিবার আমরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বরবার একটি লিখিত অভিযোগপত্র জমা দেব। সেখানে আমরা অন্যায়ভাবে দেয়া আহবায়ক কমিটির বিষয়টি তুলে ধরবো।
 
একইভাবে মূল কমিটির মেয়াদোত্তীর্ণের আগেই একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে যমুনা অয়েল কোম্পানীতেও। এখানকার মূল কমিটির সভাপতি মো. কাশেম মোল্লা সবুজ বলেন, আমাদের কমিটির নির্ধারিত মেয়াদই শেষ হয়নি। অথচ এখানে একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তিনি জানান, আমাদের মূল কমিটি বাতিল না করেই এই আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কি কারণে দেয়া হয়েছে সেটি জানিনা। তিনি বলেন, যাদের নিয়ে আহবায়ক কমিটি করা হয়েছে তাদের অনেকেই অনুপ্রবেশকারী। মূল কমিটিই এখানে সংগঠনের সব কাজ করছে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, বিষয়টি অনেকটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আগামী ৯ নভেম্বর আমাদের জাতীয় কাউন্সিল। কাউন্সলের মাধ্যমে গঠিত নতুন কমিটি এই সব দ্বৈত কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবে। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা