May 5, 2024, 5:55 am
সর্বশেষ:
মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ভারতে করোনায় একদিনে ৩৩০৩ জনের প্রাণহানি

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে এক দিনের ব্যবধানে দৈনিক মৃত্যু কমেছে বেশ অনেকটাই। তবে সেটা এখনও রয়েছে তিন হাজার তিনশোর ওপরেই। শনিবার এই সংখ্যা ছাড়িয়েছিল চার হাজারের গণ্ডি। অন্যদিকে ধারাবাহিকতা মেনে কমেছে নতুন শনাক্ত রোগী ও সক্রিয় রোগীর সংখ্যাও।

রোববার (১৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে ৩ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ৭০০। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জন।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১০ লাখের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৫৪ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ১৫৯ জন।

শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ। রোববারের তথ্য বলছে, সুস্থতার সংখ্যা শনিবারের চেয়ে বেড়েছে। এদিন সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬২ জন।

মহামারির পর থেকে ভারতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া এখন পর্যন্ত মোট প্রায় ২৫ কোটি ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। সূত্র: এএনআই


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা