May 1, 2024, 8:32 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

ইসলামপুর সদর ইউপি নির্বাচনে শহিদুর রহমান শহিদ সরকার আ.লীগের মনোনয়ন প্রত্যাশী

৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

শহিদুল ইসলাম  কাজল, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শহিদুর রহমান শহিদ সরকার। তিনি দলটির ওই শাখার প্রস্তাবিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে শহিদুর রহমান শহিদ সরকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে তার দাবি।
তিনি নিজেকে চেয়ারম্যান পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে জানান, ‘আমি ২০ বছর থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছি।’
নির্বাচনের আগাম গণসংযোগ অব্যাহত রাখার দাবি করে শহিদুর আরও জানান, ‘চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করে যাচ্ছি। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরে পরিণত করবো। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
তাকে মনোনয়ন না দিলে নৌকা প্রতীকের ভরাডুবি হতে পারে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ওই নেতা।
শহিদুর রহমান শহিদ সরকার আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে আঁট-ঘাট বেধেঁ মাঠে নেমেছেন বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা