May 6, 2024, 11:58 am
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে এনাম ভাইস চেয়ারম্যান ও জুলেখা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত।

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ১৮ জুন ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে উপজেলা ব্যাপি মোট ৫১ টি ভোটকেন্দ্রে পুরুষ মহিলা মিলে ১ লক্ষ ৪২ হাজার ৭৯ জন ভোটারের মধ্যে,যথারিতী সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়েছে।উপজেলা ব্যাপি ভোটকেন্দ্র গুলিতে বড় দরণের কোন সহিংস ঘটনা ঘটেনি।বিচ্ছিন্ন কিছু ঘটনা যেমন জালভোট প্রদান,ভোটকেন্দ্রের আশেপাশে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি এইসব ঘটনা ব্যাতীত সার্বিক বিবেচনায় ভোট গ্রহণ শান্তপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে।ভোট গ্রহণ চলাকালীন বিচ্ছিন্ন ছোটখাট ওই সব ঘটনায় জড়িত থাকা সন্দেহে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপজেলার কয়েকটি ভোটকেন্দ্র থেকে মোট ৭ জনকে আটক করেন।
উপজেলার সবক’টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে,ভাইস চেয়ারম্যন পুরুষ ও মহিলা পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার তালা প্রতীক নিয়ে,৩০ হাজার ৮’শ ৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃজসিম উদ্দিন মাইক প্রতীকে ভোট পেয়েছেন মোট ১ হাজার ১৮ টি।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পী কলস প্রতীকে ২৮ হাজার ৮’শ ৫৩ ভোট পেয়ে,একি পদে দ্বিতীয় বারেরমত বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমিনা ফেরদৌস আইরিন হাঁস প্রতীক নিয়ে,ভোট পেয়েছেন ২ হাজার ২’শ ৭২ টি।
ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে এনামুল হক মজুমদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জুলেখা শিল্পীকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা