March 29, 2024, 5:18 am

হোমনায় লকডাউন কার্যকরে এএসপির নেতৃত্বে উপজেলা জুড়ে পুলিশের শো-ডাউন

২৫ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা, কুমিল্লা:
মহামারী করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশিত কঠোর লকডাউন কার্যকরে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানীক এর নেতৃত্বে হোমনা থানা পুলিশের আয়োজনে উপজেলা জুরে শো-ডাউন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০ টায় হোমনা থানা প্রাঙ্গন থেকে স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে মোটর সাইকেলের বহর নিয়ে শো-ডাউন শুরু হয়ে।
উপজেলা সদর চৌরাস্তা পর্যন্ত আসে। পরে চৌরাস্তা থেকে পঞ্চবটি, ঘাড়মোড়া, কাশিপুর, রঘুনাথপুর, দুলালপুর রামকৃষ্ণপুর সহ বিভিন্ন হাট-বাজার,পাড়া মহল্লায় এই করোনা প্রতিরোধের প্রচারনা মুলক শো-ডাউন করা হয়। এসময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী নয়ন, এসআই আশেকুল ইসলাম,সেকান্দর মোল্লা,শামীম সরকারসহ থানা পুলিশের সদস্যগণ শোডাউনে অংশ গ্রহন করেন ।

এসময় মাস্কহীন বাইরে আসা মানুষের মাঝে মাস্ক বিতরণ,জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসা,স্বাস্থ্যবিধি মেনে চলা,জরুরি প্রয়োজনে প্রশাসনকে ফোন দেয়া সহ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা