April 19, 2024, 2:11 pm

গজারিয়ায় কঠোর লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৫০০ শত টাকা জরিমানা

২৩ জুলাই ২০২১বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে এবং জনবহুল বাজারে কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাস স্ট্যান্ড, ভবেরচর বাস স্ট্যান্ড, পাখির মোড় ও হোসেন্দী বাজার সহ একাধিক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । ভ্রম্যমান আদালতে হোসেন্দী বাজার হার্ডওয়ার দোকান মালিক , ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জামালদি ষ্ট্যান্ড ঔষধ দোকান মালিক মার্ক্স বিহীন থাকায়, হার্ডওয়ার স্টেশনারি দোকান ,মোটরসাইকেল আরোহী, চা দোকানদার কে জরিমানা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান ঔষধের দোকান মালিক কর্মচারীদেরকে মাক্স বিহীন থাকায়, হার্ডওয়ার স্টেশনারি দোকান,চা- দোকানদার স্বাস্থ্য বিধি লংঘন করার কারণে, সর্বমোট ২৫০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। মহাসড়কে অভিযান কালীন সময়ে জরুরি সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া, এবং বিদেশগামী যাত্রী ব্যতীত কাউকে চলাচল করতে দেয়া হয় নাই। অপরদিকে শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই একটি রিকশা ছাড়া যাত্রীবাহী প্রাইভেটকার সহ অন্যান্য ছোট পরিবহন চলাচল ছিল খুবই কম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা