March 29, 2024, 1:20 pm

টাঙ্গাইলে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে জরিমানা

১১ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে শহরের বিপনি-বিতান গুলোতে জমে উঠেছে বেচা কেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে।করোনা মহামারীর সময়ও স্বাস্থ্য বিধি পালনেও ক্রেতাদের মাঝে দেখা গেছে অনিহা।

তারই ধারাবাহিকতায় জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।এসময় শহরের বিপনি গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মে)দুপুরে শহরের বিপনি বিতানগুলো সহ ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম।

অভিযান পরিচালনা কালে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম বলেন,করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালন সহ সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আজাকের এ অভিযান পরিচালনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা