April 25, 2024, 4:30 pm

৭ই মার্চ ও উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় হোমনা পুলিশের আনন্দ আয়োজন

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি:
সারা দেশের মত কুমিল্লার হোমনা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করা এবং
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৩ টায় হোমনা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের উম্মুক্ত মঞ্চে কেক কেটে,বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে এস আই সেকান্দর মোল্লা ও কবি দেলোয়ারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ,৭১ ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি মো. মাহবুুবুর রহমান খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাওসার আহাম্মদ বেপারী, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও, আবদুস সাত্তার ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন, যুবলীগ নেতা মো.মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খন্দকার, মো.তাইজুল ইসলাম মোল্লা, মো.কামরুল ইসলাম, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ধনু,ঘারমোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,তাতী লীগ নেতা মো.হারুন অর রশিদ প্রমূখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা