April 20, 2024, 2:02 pm

টাঙ্গাইলে মাস্ক পড়া নিশ্চিতে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত

২১ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

 

বর্তমান সময়ে হঠাৎই করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া উৎকন্ঠার মধ্যে চিকিৎসা গবেষকরা।এমতাবস্থায় মাস্ক পড়া সহ যাবতীয় স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার(১৯ মার্চ) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলামের নেতৃত্বেভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় শহরের বিভিন্ন স্থানে। এসময় মাস্ক না পড়ার অপরাধে ৭ ব্যক্তিকে জরিমানার আওতায় অর্থণ্ড আরোপ করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম জানান, জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা মাঠে নেমেছি।সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায়ও জেলা ম্যাজিস্ট্রেট্রের নির্দেশে জনসাধারণের মাঝে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো জানান,সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সর্বদা আমরা প্রস্তুত রয়েছি।সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা