April 25, 2024, 12:30 am

গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

৩ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, পরিচালিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (গজারিয়া অংশ) এর তিনটি হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরা, জে এম আই রেস্টুরেন্ট ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে অভিযানে দেখা যায় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে, ডাস্টবিন রান্না ঘরে উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে। এছাড়া মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে বিভিন্ন খাবারে ননফুডগ্রেড রং ব্যবহার করতে দেখা যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুয়ায়ী চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরাকে ১৫০০০/- (পনের হাজার)টাকা, জে এম আই রেস্টুরেন্টকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেকে ৩৫০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। তিনটি রেস্টুরেন্টকে মোট ১০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
বাজার অভিযানের সহযোগীতা করেন মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর, ফারহানা খান, অভিযানে নিরাপত্তা বিধানে গজারিয়া থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা