March 28, 2024, 8:24 pm

মেঘনায় এসপি’র নির্দেশে নদীপথকে সুরক্ষিত করতে পুলিশের অভিযান

১৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় নবাগত পুলিশ সুপার (এসপি)মোঃ ফারুক আহমেদ বিপিএম বার এর নির্দেশে মেঘনা – কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপ, চাদাবাজী, চুরি, ডাকাতি, সহ বিভিন্ন অপকর্ম ঠেকাতে পুলিশের অভিযান। আজ বুধবার সকাল থেকে নদী পথে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ও ওসি আবদুল মজিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, লুটের চর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদার সহ মেঘনা থানার পুলিশ টিম। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের নবাগত এসপি মহোদয়ের সন্ত্রাস, চাদাবাজ, ও মাদক মুক্ত কুমিল্লা গড়ার যে লক্ষ্য তারই অংশ হিসেবে আজকের এই অভিযান এটা অব্যাহত থাকবে। কাউকে আটক করতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আজ আমরা নদী পথে কোন কোন স্পটে এ ধরনের কর্মকাণ্ড গুলো হয় সরেজমিনে তা নিশ্চিত করেছি আগামী দিনে আমাদের মত করে তাদের গ্রেফতার চেষ্টা চালিয়ে যাবো এবং এ ধরনের কর্মকাণ্ড যেন না ঘটে সে ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা