March 29, 2024, 12:01 pm

মাদক মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড

১৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাদকের মামলায় রাশেদুল ইসলাম নামের এক ব‌্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।

আদালত রায়ে বলেন, নয় সাক্ষীর মধ্যে সাতজন আদালতে সাক্ষ‌্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হলো। একই সঙ্গে ২০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হলো।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন মো. মাহবুবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহিবুর রহমান মাহবুব।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

রাশেদুল ইসলামের বাড়ির ঢাকার ধামরাই থানায়। সে দীর্ঘদিন ধরে মাদক ব‌্যবসার সঙ্গে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা