April 20, 2024, 1:27 am

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ চালু

প্রায় ১৯ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ চালু হয়েছে। দুর্ঘটনাকবলিত সাতটি তেলবাহী ওয়াগানের দ্বারা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রামের আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করার সুযোগ পাচ্ছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার (গ্রেড-১) মো. আফছার উদ্দিন।

তিনি বলেন, আখাউড়া থেকে বগিমেরামতকারী ইঞ্জিন এসে লাইনের ওপর ছিটকে পড়া ওয়াগানগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর রোববার সকাল ৮টা থেকে চালু হয়েছে।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ দুর্ঘটনার কারণে দুই স্টেশনের এসে আটকা পড়া বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা