April 19, 2024, 9:07 pm

রিজভীর হার্টে অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ল্যাবএইড হাসপাতলে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হার্টে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এপিএম সোহরাবুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল বেলা ১১টা ৪৫ মিনিটে অ্যানজিওপ্লাস্টি সার্জারি করেন। স্যারের (রিজভী) সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

তিনি বলেন, ‘স্যারকে (রিজভী) অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে আইসিসিইউতে স্থানান্তর করা হয়েছে।’

বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘রিজভীর হার্টে একটি ব্লক রয়েছে যা রক্ত প্রবাহকে ব্যাহত করছে। তাই, একটি রিং পরানো হয়েছে।’

তিনি আরও বলেন, অস্ত্রোপচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রিজভীকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে হৃদরোগের চিকিৎসা নিতে ১৭ নভেম্বর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হৃদরোগে আক্রান্ত হলে তাকে ল্যাব এইডে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তার হার্টে একটি ব্লক পান এবং তা অপসারণ করেন। ২৮ অক্টোবর তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা