March 29, 2024, 9:35 am

‘বাসে অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করতে হবে’

১৪ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘১২ নভেম্বর কারা বাসে আগুন দিয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। সরকার বিএনপিকে দোষ দিচ্ছে। আবার বিএনপি বলছে, তারা দায়ী নয়। আগুন সন্ত্রাস মেনে নেওয়া যায় না।’

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মৎস্যজীবী পার্টির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘কোনোমতেই দেশকে অস্থিতিশীল করতে দেওয়া যাবে না। আগুন সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আস্থা ও নিরাপত্তাহীনতার মাঝে মানুষের কাছে আস্থার রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ চায়, জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে মানুষের কল্যাণে দায়িত্ব গ্রহণ করুক। দেশের মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকারের সভাপতিত্বে এবং মীর সামসুল আলম লিপটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব‌্য রাখেন— জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ‌্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. নুরুল আজহার শামীম, সরদার শাহজাহান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অ‌্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, মো. বেলাল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) সাব্বির আহমেদ, এনাম জয়নাল আবেদিন, মাখন সরকার, হুমায়ুন খান, সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা রিতু নূর, সোলায়মান সামি, মোতাহার হোসেন সিদ্দিকী, ফারুক শেঠ, গোলাম মোস্তফা, মনিরুজ্জামান টিটু, তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মৎস্যজীবী পার্টির সহ-সভাপতি পারভেজ সাজ্জাদ চৌধুরী, মো. আবু জাফর, রিপন মাহমুদ, জিল্লুর রহমান বিনু, আলমগীর হোসেন, বোরহান উদ্দিন মাস্টার, ডা. শাহ আলম, মো. আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা