April 20, 2024, 10:59 am

জামালপুরে ৫ পায়ের বাছুর

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, জামালপুর প্রতিনিধি:

এ বাড়ি থেকে ও বাড়ি দৌড়াচ্ছে ৫ পায়ের বাছুরটি। নাচছে বাড়ির আশপাশসহ খোলার মাঠে। বিরল এই বাছুর দেখতে দলে দলে ভিড় জমাচ্ছেন আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চরে।

জন্মের পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী লোকজন ভিড় করতেন বাছুরটিকে এক নজর দেখার জন্য। জন্মের এক মাস পার হলেও অস্বাভাবিক এই বাছুর দেখার জন‌্য এখনো ভিড় কমছে না।  অন্য চার পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের ওপরের ওই পা। পাঁচ পায়ের বাছুরকে একনজর দেখে ফোনে ছবিও তুলে নিচ্ছেন অনেকে।

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘুইঞ্চা চরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের এক গাভি মাস খানেক আগে এই বাছুর জন্ম দেয়।

ঘুইঞ্চা গ্রামের সেজাব আলী বলেন, ‘একটু আগেই বাছুরটি আমাদের বাড়িতে দৌড়ে এসেছিলো। বাছুরটি দেখতে অনেক লোক জড়ো হয়েছিলো।’

মহিষ চড়াতে আসা কামাল বলেন, ‘আমি এ রকম একটি গরু মাদারগঞ্জে সার্কাসে দেখেছিলাম। তারা যদি খবর পায় তাহলে এটাকেই কিনে নিয়ে যাবে।’

মাহফুজুরে রহমানের স্ত্রী বলেন, ‘এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। আমাদের করার কিছুই নেই। যা করার আল্লাহই করবেন।’

পাঁচ পায়ের বাছুর সম্পর্কে মাহফুজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘তার দেশীয় জাতের গাভিটি পাঁচ পায়ের বাছুরটিকে জন্ম দেয়। জন্মের পর বাছুরটিকে নিয়ে চিন্তা করেছিলাম বাঁচবে কি-না। কিন্তু এখন আর সে চিন্তা নেই। অন্য বাছুরের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে সমান তালে। কোনো সমস্যা নেই তার।’

মাহফুজুর রহমান আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো পশু ডাক্তার দেখানো হয়নো হয়নি। দেখানোর ইচ্ছাও নেই। অন্য বছর প্রতিদিন গাভিটি দুই থেকে আড়াই কেজি দুধ দিতো। এ বছর দুধ দোহানো বাদ দিয়েছি যাতে বাছুর দুধ খেয়ে তাড়াতাড়ি বেড়ে ওঠে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা