March 28, 2024, 12:22 pm

চলচ্চিত্রের পোস্টারে নারী নির্যাতনের প্রতিবাদ

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। সম্প্রতি ‘চিতকার’ নামে সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এর পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারটিতে নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করুন এই স্লোগান দিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, আমার কাছে মনে হয় বিশ্বে বর্তমান সময়ে করোনার চেয়েও বড় মহামারি হচ্ছে নারী নির্যাতন। সেই ধারণা থেকেই ‘চিতকার’ নির্মাণ করেছি। পোস্টারেও যার কিছুটা ছাপ রয়েছে।

সাইকো থ্রিলার ধাঁচের এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন এ কে আজাদ আদর। সংগীত পরিচালনা করছেন পিন্টু ঘোষ। চিত্রগ্রহণে রয়েছেন রুমন পাইকার। লাইন প্রযোজক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম যিকরান। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

‘চিতকার’ সিনেমায় এ কে আজাদ আদর-আঁচল ছাড়াও অভিনয় করছেন—শাহেদ আলী, সুম্মিতা সিনহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা