April 19, 2024, 6:11 am

গজারিয়ায় মুদারকান্দী সরঃপ্রাঃবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘটন নিয়ে ধ্রুবজাল।

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি ইউনিয়ন এর ৭নং মুদারকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে ধ্রুবজাল। আজ বুধবার সকাল ১০ঘটিকায় উপজেলার মুদারকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে নতুন কমিটি ঘটনের লক্ষ্যে এক বিশেষ সভার আয়োজন করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস।

সভায় সভাপতিত্ব করেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশহিদুজ্জামান জুয়েল,সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান জানান,উপজেলার ৮৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এর মধ্যে ৮৬টি বিদ্যালয়ের পরিচালনা কমিটি অনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলেও শুধুমাত্র ১টি বিদ্যালয় মুদারকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটি নিয়ে গ্রাম্য রাজনীতির কারনে কমিটি ঘটন নিয়ে বিলম্বিত হচ্ছে এর প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এর হস্তক্ষেপে ও বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান এর উপস্থিততে ১১সদস্য কমিটির ১০জন চূড়ান্ত করা হয়, বিদ্যুৎসাহী(পুরুষ)নিয়ে সৃষ্ট হয় বিতর্ক যার ফলে দুই প্রার্থীর নাম’ই সংসদ সদস্যের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়।বিদ্যুৎসাহী(পুরুষ) হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকতা যোগ্যতা বি,এ পাশ গেজেটেড।

দুই প্রার্থীর একজন এড্যাঃনাসির উদ্দিন (বি,এ অনার্স,এম এ মাস্টার্স,এল,এল,বি),আর অপর প্রার্থী শহিদ হোসেন শিক্ষাগত যোগ্যতা এস,এস,সি।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃহাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা আনছর আলী,ইউঃপিঃসদস্য জালাল সরকার,৭ংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল সরকার,সাঃসম্পাদক জহির উদ্দিন,৮ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক,৩ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দীল ইসলাম শিকদার,শামছুল হুদা খাঁন মাখন,নাসির উদ্দিন মোল্লা,সভায় সঞ্চালনা করেন প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা