April 24, 2024, 5:33 am

সিনাইয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ শান্তিরক্ষী নিহত

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন বলে ইসরায়েলি ও মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন।

তারা জানান, নিহতদের মধ্যে পাঁচজন আমেরিকান রয়েছেন। অন্যরা ফরাসি এবং চেক প্রজাতন্ত্রের, খবর এপি।

ইসরায়েলি ও মিশরীয় কর্মকর্তারা জানান, বেঁচে যাওয়া একজনকে শান্তিরক্ষী বাহিনী প্রথমে ইসরায়েলের ইলাত রিসোর্টে নিয়ে যায়। সেখান থেকে তাকে ইসরায়েলি হেলিকপ্টার আরও উত্তর দিকে একটি হাসপাতালে নিয়ে যায়।

উভয় পক্ষই জানায় যে প্রযুক্তিগত ঝামেলার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে এবং হেলিকপ্টারটিতে আক্রমণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পর্কিত ইসলামি জঙ্গি সংগঠনগুলো সিনাইয়ে সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা