March 29, 2024, 6:51 am

শিকারির কাছ থেকে উদ্ধার ২৬টি বকপাখি হাওরে অবমুক্ত

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা, বিরাট ও জলসুখা হাওলে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে ২৬টি বক পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।

এর আগে ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাওরে অভিযান করেন উপজেলা প্রশাসনের লোকজন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে প্রশাসনের লোকজন পাখি ধরার সরঞ্জাম ও ২৬টি বকপাখি উদ্ধার করেন এবং পাখি ধরার সরঞ্জাম ধ্বংস এবং উদ্ধারকৃত পাখি হাওরে অবমুক্ত করা।

বন্যপ্রাণী রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা