March 28, 2024, 12:37 pm

মেঘনায় শালিস চলাকালীন জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি :কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি চেয়ারম্যানের সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি সংক্রান্ত জেরে দু  ‘গ্রুপের সংঘর্ষে মহিউদ্দিন নামে এক ব্যক্তি   নিহত এক ও একাধিক আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার         চন্দনপুর ইউনিয়নে শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন     মৃত আফসার উদ্দিনের ছেলে।ঘটনায় পুলিশ লুৎফুর রহমানের প্রাইভেটকার ও ড্রাইভার ইসরাফিল আলী সহ তিন জনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেনঃ মোঃ ফজলুল করিম সিনিয়র সহকারি পুলিশ সুপার, হোমনা সার্কেল কুমিল্লা, মেঘনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ, আবদুল মজিদ বলেন     মামলা প্রক্ররিয়াধীন।       মহিউদ্দিন ওরফে হেলাইন্না ও হাফেজ মিয়ার ছেলে লুৎফুর রহমান এর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল, ১২ নভেম্বর বৃহস্পতিবার জায়গার পরিমাপ, সীমানা নির্ধারণ, মীমাংসার জন্য চন্দন পুর ইউনিয়ন চেয়ারম্যান আহসানউল্লাহ মাস্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসেন, জায়গা মাপার এক পর্যায়ে লুৎফুর রহমানের সাথে শাহাবুদ্দিন ও মহিউদ্দিনের কথা কাটাকাটির মধ্যে দিয়ে লুৎফুর গ্রুপ, মহিউদ্দিন গ্রুপ এর   উপর হামলা করে, এতে মহিউদ্দিন সহ অনেকেই আহত হয়, গুরুতর অবস্থায় মহিউদ্দিনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দন পুর ইউনিয়ন চেয়ারম্যান আহসান উল্লাহ মাস্টার এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন তাাদের  নিজেদের ৬ ইশ্যার দ্বন্দ নিরসনে আমরা বসি কিন্তু অতর্কিত এ ঘটনা ঘটে, কে মেরেছে তা দেখিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা