April 19, 2024, 2:21 pm

মেঘনায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ আলোচনা সভা করেন কুমিল্লা জেলা প্রশাসক

১৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সহ আলোচনা সভা করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। মঙ্গলবার উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের ই-ফাইলিং প্রশিক্ষণ ও মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মেঘনা উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব উদ্বোধন। চন্দনপুর ইউনিয়ন অশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ “প্রকল্পের নির্মাণ ঘর হস্তান্তর। ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামে আমার খামার আমার বাড়ী প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক গ্রাহকদের সেবায় উঠান বৈঠকে যোগদান। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি কোভিড -১৯ মোকাবিলায় উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসন বিশেষ করে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদ জানান, সকলে যেন মাস্ক ব্যবহার করে সে বিষয়ে জনগণকে সচেতন করার তাগিদ দেন। জেলা প্রশাসক বলেন করোনার দ্বিতীয় ধাপের আভাস পাওয়া যাচ্ছে আমাদের সবাইকেই মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, অফিসার ইনচার্জ আবদুল মজিদ, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান, প্রমুখ। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, পুরুষ নারী সমন্বয়ে আগামী ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন বাস্তবায়ন সহ বঙ্গবন্ধুর সোনার বাংলা পাওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা