March 28, 2024, 3:29 pm

মেঘনায় গত অর্থবছরে মেরামত সড়কে ধস

১১ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় ২০১৯ -২০২০ অর্থ বছরে মেরামত করা সড়ক ধসে প্রায় খালে পরিনত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার গোবিন্দপুর বাজার – সোনার চর হইতে দক্ষিন কান্দি কালভার্ট পর্যন্ত হেরিং বোন বন্ড পৃথকিকরন সড়কটি ২০১৯ -২০২০ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মুনা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ৩২ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে কাজটি সম্পন্ন করেন। সম্প্রতি বন্যার পানি বেড়ে যাওয়ায় এক রাতেই কালভার্টের দক্ষিন পাশে সড়কের অংশ ধসে যায় ফলে সড়কে যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। গোবিন্দ পুর, সোনার চর, ব্রাহ্মন চর, বালুর চর, দক্ষিন কান্দি, দড়িকান্দি, সেননগর সহ কয়েকটি গ্রামের মানুষ এই পথে যাতায়াতে ভোগান্তির মধ্যে রয়েছেন। এলাকাবাসী জানায় এত অল্ল সময়ে সড়ক ধসে যাওয়া মানে কাজের মান অত্যন্ত নাজুক হওয়াই মুল কারন অনতি বিলম্বে সড়কটি সংস্কার করে ও সরকারি টাকা অপচয় হয়েছে কিনা খতিয়ে দেখতে যথাযথ কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা