March 28, 2024, 4:18 pm

দাউদকান্দিতে মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
আলমগীর হোসেন,তিতাস(কুমিল্লা)প্রতিনিধি :

কুমিল্লা বৃহত্তর দাউদকান্দি উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মামুন(৩৫) হত্যাকারীদের গ্রেফতার দাবিতে আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া নামকস্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। পরে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন ও মডেল থানা ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেন এবং উপজেলা চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, নিহত মামুন মিয়া আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। আজ থেকে তাঁর নাবালক দুই শিশুর লেখা পড়া ও ভরনপোষণের দায়িত্ব আমার। উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিশ্রুতিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।এদিকে মামুন মিয়া (৩৫) হত্যার ঘটনায় তার স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে ১২জনের নামে মামলা হয়েছে। ১৬জুলাই বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী জোসনা আক্তার বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, উপজেলার পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আব্দুল কাদির, তার স্ত্রী সানু বেগম, ছেলে মোর্শেদ মিয়া ও তার স্ত্রী কাকলী আক্তার, নুরে আলম ও তার স্ত্রী ঝুমু আক্তার, রাজিব মিয়া, সজিব মিয়া, রকিব মিয়া, এবং পাশের বাড়ীর কালু মিয়া , তার স্ত্রী কমলা বেগম ও তার মেয়ে শেফালী আক্তার উল্লেখ্য, বুধবার (১৫জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে মামুন মিয়া জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা