March 28, 2024, 2:05 pm

রাণীশংকৈল উপজেলা বে-সরকারী কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ শিক্ষকদের প্রেস ব্রিফিং: মানবেতর জীবনযাপন করছে শিক্ষকরা

২০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলান আক্তার,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :চলমান Covid19 পরিস্থিতে বে-সামাল দেশের শিক্ষাখাত।
দীর্ঘ (০২)দুই মাসেরও অধিক সময় জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো’র
সব ধরনের কার্যক্রম বন্ধ।
সরকারী ও বে-সরকারী শিক্ষক’রা বাড়িতে থেকেও বেতন-বোনাস নিয়ে করোনা’র সিচুয়েশনেও অনেকটা আয়েসে
জীবন-যাপন করলেও এমন পরিস্থিতে চরম বিপাকে ও দারিদ্রতার সকল স্তরকে হার মানিয়ে মানবেতর জীবন-যাপন করছে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা’র প্রায় ৩৪ টি প্রাইভেট/কিন্ডারগার্টেন স্কুলের সাত শতাধিক শিক্ষক-কর্মচারী।
সামান্য বেতন এ চাকুরী করা এ নিরীহ শিক্ষকদের পাশে যেন আজ কেউ নেই।
মানুষ গড়ার কারিগর এ ক্ষুদ্র শিক্ষকের দিনাতিপাত,সংসার-পরিবার কেমনে চলে এই খবর নেয়ার
নেই মন্ত্রী,নেই এমপি,নেই প্রশাসন বা বিত্তবান কারো ভূমিকা।
অদ্য ২০ মে-২০২০খ্রী. রাণীশংকৈল উপজেলার কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল সমূহের অধ্যক্ষ,প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষক সাংবাদিকদের জানান তাদের এ আকুতি।
রাণীশংকৈল উপজেলা বে-সরকারী স্কুল সমিতি’র সভাপতি
ও উপজেলার খ্যাতিমান অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এম সহিদুর রহমান সহ সকল প্রতিষ্ঠান প্রধান গণ সহ শতাধিক শিক্ষক তাদের অব্যক্ত ও নিদারুণ কস্টে দিনযাপনের বর্ণনা বক্তব্যে তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সমিতি’র অন্যতম নির্বাহী সদস্য ও
অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল,মুহা.নাজমুল হাসান,মাও.আমিরুল ইসলাম, এম খাদেমুল ইসলাম
,কালীমোহন চন্দ্র রায়।
এ সময় বক্তারা বলেন বিদ্যুৎ বিল,আাইটি বিল,টিচার’স প্যামেন্ট অব্যাহত ঘাটতির বিরাট অংশ রোধে
সরকারী প্রণোদনার একটি ক্ষুদ্র অংশ বে-সরকারী
শিক্ষাখাতে দেয়া না হলে ভেংগে পড়বে দেশব্যাপী (৫০,০০০) পঞ্চাশ হাজার কিন্ডারগার্টেন স্কুলের দশ লক্ষ শিক্ষক ও ১ কোটি মেধাবী শিক্ষার্থী।
পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সামর্থ্যবান অভিভাবকগণ সাহায্যের হাত বাড়ালে
একটু হলেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা