April 19, 2024, 3:10 pm

হোমনায় শিক্ষার্থীদের জমানো টাকায় ১২০ পরিবার পেল খাদ্যসামগ্রী

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়া,হোমনা :
হোমনায় শিক্ষার্থীদের জমানো টাকায় একশ বিশটি কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হোমনায় শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।

বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া হোমনা সদরের মানবিক বোধ সম্পন্ন শিক্ষার্থীদের জমানো টাকায় কেনা এক কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল , আধা কেজি, ডাল, আড়াইশো গ্রাম সেমাই , এক কেজি আটা , এক কেজি পেঁয়াজ,আধা কেজি করে লবণ অসহায় মানুষগুলোর মাঝে বিতরণ করা হয়।

আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা শিক্ষার্থীদের জমানো টাকায় কেনা খাদ্য সামগ্রীগুলো ওই সব মানুষের মাঝে বিতরণ করেন।

হোমনা শিক্ষা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আঃ হক সরকার, সাংবাদিক আবুল কাশেম ভূঁইয়া , সাংবাদিক মোরশিদ আলম, সাংবাদিক আবু রায়হান, সোনিয়া, কবি দেলোয়ার ও হোমনা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন আহমেদসহ ফাউন্ডেশন কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা