March 29, 2024, 6:45 am

ঈদ উপলক্ষে কুষ্টিয়ার শপিংমল খুলে দেয়া হলো

২৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এম,এইচ,আল-মামুন, কুষ্টিয়া :

আজ ২৩ মে ২০২০ শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, সদর, কুষ্টিয়া-৩ জনাব মোঃ মাহবুব উল আলম হানিফ। সভাপতিত্বে ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোঃ আসলাম হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়ার পুলিশ সুপার,এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ,সিভিল সার্জন,চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর,চেয়ারম্যান, উপজেলা পরিষদ দৌলতপুর, যুগ্ম-পরিচালক, এন,এস,আই, কুষ্টিয়া,তত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া, জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, চেম্বার অব কমার্স, কুষ্টিয়ার সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ তথা ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

সভায় জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ক্রেতাদের চাহিদা, বিভিন্ন দোকানীর ক্রয় করা মালামাল বিক্রয় না হওয়ায় ব্যপক লসের মুখোমুখি হওয়ায় আগামী ইদ-উল-ফিতর পর্যন্ত দোকান-পাট, বিক্রয় কেন্দ্র, শপিংমলসমুহ স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব প্রতিপালন করে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাবধানে থাকুন, সামাজিক দুরত্ব মেনে চলুন, অতি-প্রয়োজনীয় না হলে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা