April 23, 2024, 5:02 pm

যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

১৭ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল সদর প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটনায় ১২ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার ১৭ এপ্রিল,বেলা ১২টার দিকে নৌকাডুবির যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে যানবাহন চলাচল বন্ধ। এ পরিস্থিতিতে প্রশাসনের চোখ এড়িয়ে নদীপথে বাড়ি ফেরার চেষ্টা করছে মানুষ। নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আসা এসব মানুষেরই একটি দলকে নিয়ে যাওয়ার পথে যমুনায় নৌকা ডুবে যায়। তারা মূলত বঙ্গবন্ধ ‍সেতু এড়িয়ে সড়কে ওঠার চেষ্টা করছিলেন। নিখোঁজ তিনজনের বাড়ি বগুড়ার ধুনটে বলে জানা গেছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, আজ বেলা ১২টার দিকে ১৪ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হচ্ছিল। বঙ্গবন্ধু সেতুর ১৪ নম্বর পিলার কাছে এসে নৌকাটি হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ১৫ জনের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এখনও তিনজন নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃতরা সবাই শ্রমিক। তারা যে যার বাড়ি চলে গেছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা