March 28, 2024, 6:19 pm

শেরপুরে মাছ ধরতে বাধা দেওয়ায় এক ব্যক্তি খুন

৩০ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর, নিজস্ব প্রতিনিধি:
শেরপুরে মাছ ধরতে বাধা দেওয়ায় এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার নকলা উপজেলার ভুরদী মরাকান্দা গ্রামে। জানা যায়, রোববার সকালে শেরপুর সদরের আন্ধারিয়া মৌজায় অবস্থিত প্রায় ১০ একর ভুমি খাস জমি। যাহা দীর্ঘদিন যাবৎ দখল করে মাছ চাষ করে আসছে জামান মিয়া। তার কিছু অংশে রফিক মিয়ার দখলে রয়েছে। ঘটনার দিন জামান মিয়ার জমি থেকে মাছ ধরে নিয়ে যায় বারেক (৩৫) পিতা কাদির, আঙ্গুর (৪০) পিতা- জব্বার মাল, বাদাম (৩৫) পিতা- জব্বার মাল, ছুবহান (৪৫) পিতা- খালেক, চান মিয়া ৫০ পিতা খালেক। জোর পূর্বক ভাবে মাছ ধরে নিয়ে যাওয়ার সময় জামানের নিয়োগকৃত মৎস খামারের পাহারাদার রফিক মিয়া (৫০) বাধা দিতে গেলে বারেক, আঙ্গুর, বাদাম, ছুবহান, চান মিয়া গংরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রফিক মিয়াকে আটক করে কোপাতে থাকে। এক পর্যায়ে রফিক মিয়া মারা গেলে তার লাশ গুম করার জন্য কচুরি পানার নিচে রেখে দেয়। রফিক মিয়ার স্ত্রী ও আশে পাশের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা