March 29, 2024, 12:10 pm

মেঘনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

২৮ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার ভাওর খোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ৮ জন ইউপি সদস্য ও এলাকাবাসী।

উপজেলার ভাওরখোলা রাস্তায় রোববার দুপুরে ওই মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

এলাকার কয়েক’শ নারী-পুরষ ইউপি চেয়ারম্যানের দুর্নীতি বন্ধে এবং বিভিন্ন অপকর্মের বিচার দাবি করেন।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,ভাওরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন, ইউপি সদস্য সাব মিয়া,ফাতেমা,রেখা বেগমসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা লিখিত বক্তব্যে , সরকারি প্রকল্পের টাকা আত্মসাত , একই প্রকল্প দেখিয়ে বার বার বিল উত্তোলন, ভয় দেখিয়ে জিম্মি করে মেম্বারদের স্বাক্ষর নেয়া, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও ওয়ারিশ সনদ প্রদানে অতিরিক্ত ফি আদায়,৭৫ ভাগ উন্নয়ন প্রকল্পের কাজ নিজের ওয়ার্ডে করা, সন্ত্রাসী কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে তার শাস্তি দাবি করেন । এ অভিযোগের বিষয়ে ফারুক সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি তিন বারের চেয়ারম্যান একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে ভিত্তিহীন অভিযোগ এনে পরিষদের কিছু সদস্য দের জিম্মি করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা