April 26, 2024, 10:46 pm

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল

২৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির(মুন্না):দেশটিকে যারা জীবন বাজি রেখে স্বাধীন করেছে,আজ স্বাধীন দেশে বসবাস করে তারাই যদি পরাধীনতায় ভূগে তাহলে এর চাইতে বড় দুঃখ আর নাই,এই লজ্জা গোটা বাঙ্গালী জাতীর,একটি মুক্তিযোদ্ধা পরিবার রাস্তা বন্দী হয়ে অন্যের শত্রুতার জেরের স্বীকার হয়ে আজ অসহায় মানবতার দিন পার করছেন!

গত ৭০ বছর ধরে যেই রাস্তা দিয়ে চলাচল করে আসছে গত দুই তিন দিন ধরে আপন ভাই মৃতঃ ইসমাইল ডালী ছেলে মন্তাজ উদ্দিন ও আফিজ উদ্দিন শত্রুতা করে রাস্তার মধ্যে গাছ লাগিয়ে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের পরিবার রাস্তা বন্দী করে রেখেছে।ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে।মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন,আমি আমার পরিবার নিয়ে নিজ বাড়িতে দীর্ঘ ৭০ বছর ধরে বসবাস করে এই এক রাস্তা দিয়েই চলাচল করে আসছি।বর্তমানেও আমার বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা।

সেই রাস্তাটি মন্তাজ উদ্দিন ও আফিজ উদ্দিন আমার চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে যাতায়াত প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।এমতাবস্থায় আমি আমার বাড়ি থেকে বেরহতে বা প্রবেশ করতে অসুবিধায় পড়ছি।আমি উক্ত ব্যাক্তিদ্বয়দের সাথে কথা বলতে গেলে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর তারা মারধর করে এবং বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণ নাশের হুমকি দেয়।বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

এলাকাবাসী বলেন,গিয়াস উদ্দিন দীর্ঘ ৬৫-৭০ বছর ধরে এই বাড়িতে বসবাস করে ও এই একটি রাস্তা দিয়েই চলাচল করে আসছে,কিন্তু বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় সে পরিবার টিকে নিয়ে চলাচলের অসুবিধায় ভূগছেন।স্থানীয় জনপ্রতিনিধিগন বিষয়টি নিয়ে সামাজিক শালিশে বসে সমাধানের চেষ্টা করলেও মন্তাজ উদ্দিন ও আফিজ উদ্দিন তা মানেনি।

মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন আমিসহ আমার এলাকা বাসী আমার পক্ষে এস,পি সুনামগঞ্জ,জেলা প্রশাসক সুনামগঞ্জ,ডিম,আই,জি,সিলেট,সংসদ সদস্য(সুনামগঞ্জ ৫) আসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সন্ত্রাসী কর্ম কান্ড কারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছি গত মে মাসে।কিন্তু কোন লাভ হয়নি।বর্তমানে চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে নিয়েছে।আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ উর্ধতন কর্মকর্তাদের কাছে আমার জোরদাবী দ্রুত এই বিষয়টি তদন্ত করে সমাধান দিয়ে আমি ও আমার পরিবার যেন স্বাধীন দেশের পতাকার নিচে বসবাস করে স্বাধীন ভাবে চলাচল করতে পারি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা