May 8, 2024, 4:22 pm
সর্বশেষ:
সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

নকলায় প্রথম সপ্তাহেই অর্ধেকের বেশি চাল বিক্রি

১৯ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় খাদ্য অধিদপ্তর খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় দ্বিতীয় ধাপে হতদরিদ্রের জন্য ১০টাকা প্রতি কেজি দরে চাল বিক্রি শুরু করে। পরিবেশকদের সুবিধা অনুযায়ী সপ্তাহে ৩দিন চাল বিক্রি করার কথা। সে অনুযায়ী উপজেলার প্রায় অর্ধেক চাল বিক্রি শেষ হয়েছে।বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী এলাকার পরিবেশক মাফিজুল হকের স্বল্পমূল্যের খাদ্যশস্যের দোকানে নিদৃষ্ট দিন তারিখে আনুষ্ঠানিক ভাবে চাল বিক্রি শুরু করেন। প্রথম সপ্তাহে রবি, সোম ও বুধ বার সকাল থেকে বিকাল পর্যন্ত চাল বিক্রি করেন উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পরিবেশক মাফিজুল হক। পরিবেশক মাফিজুল হক জানান, বানেশ্বরদী ইউনিয়নে ৮৯৮ হতদরিদ্র পরিবার এই সুবিধা ভোগ করছেন। তারমধ্যে মাফিজুল হকের দোকানের আওতায় রয়েছে ৪৫৫টি এবং বাকি ৪৪৩টি সুবিধা ভোগী পরিবার বাউসা বাজারের স্বল্পমূল্যের দোকান থেকে ১০ টাকা করে চাল কিনার সুযোগ পাচ্ছেন। মাফিজুল হকের দোকানের ট্যাগ অফিসার (তদারকী কর্মকর্তা) মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাফিজুর রহমান জানান, বানেশ্বরদীতে প্রথম দিনেই অর্ধেক সুবিধাভোগী চাল কিনে নিয়েছেন।বাকি যারা আছে তারা আগামী সপ্তাহের ৩দিনে কার্ডধারী সবাই ১০ টাকা মূল্যের চাল কিনে নিবেন বলে তারা আশা করছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান জানান, নকলা উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাছাই করা ও প্রেরণকৃত তালিকা অনুযায়ী সুবিধাভোগির সংখ্যা নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যানদের দেওয়া তথ্য ও তালিকা মোতাবেক উপজেলায় মোট ৯ হাজার ৮৬৮ হতদরিদ্র পরিবারকে এই স্বল্প মূল্যে শস্য ক্রয়ের সুবিধার আওতায় আনা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা