March 28, 2024, 1:48 pm

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ব্লাড ব্যাংকের উদ্যোগে রাঁধানগর ইউনিয়নের বিভিন্ন সড়কে গর্ত মেরামত

১৪ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ কামাল,      ফেনী জেলা প্রতিনিধিঃবঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র রাঁধানগর ইউনিয়নের উত্তর কুহুমা ওয়ার্ড শাখার উদ্যোগে রাস্তার গর্তগুলো মেরামত করা হয়।১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় এ সামাজিক কাজগুলো করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল,মুক্তি-৭১ টুয়ান্টিফোর ডটকম এর বিজ্ঞাপন কর্মকর্তা ইয়ামনি চৌধুরী মারুফ,বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উত্তর কুহুমা শাখার সদস্য মোঃওমর ফারুক,ছাইফুর রহমান নিশান,মোঃ করিম,মোজ্জামেল হোসেন,শাহারিয়া রায়হান,মোঃইব্রাহীম,শহিদুর রহমান আসিফ,মোঃসাকিব,আহছানুল করিম,মোঃইয়াছিন,মোঃগিয়াস,মোঃ ইব্রাহীম,ফাহিম,মোঃসোহেল,সাজিদুর রহমানশাহিন,মোঃআবদুল্লাহ,আবদুল্লাহ আল মামুন,মোঃআবু বক্কর,মোঃশুভ,মোঃশামিম,এলাকার বিশিষ্ট সমাজসেবক তারেক প্রমুখ।
শেষে এক সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে কার্যক্রম সমাপ্তি করা হয়।আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল বলেন, আমাদের প্রাণে বাংলাদেশটি এগিয়ে যাচ্ছে,এটা কিভাবে সহজে বুঝতে পারবে?এখন আমাদের সমাজের দিকে তাকালে তোমরা তাহা বুঝতে পারবে। ছাগলনাইয়া উপজেলা প্রায় ৮-১০টি সামাজিক সংগঠন সৃস্টি হয়েছে,এটাই উন্নত দেশের নমুনা।উন্নত দেশগুলোতেও এভাবে সামাজিক সংগঠন থাকে।তারা স্বেচ্ছাশ্রমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে।আমি তোমাদেরকে অনুরোধ করবো যে,মানব সেবা নিয়ে প্রতিযোগীতা থাকবে,কিন্তু হিংসা বিদ্বেষ থাকবে না।তোমাদের প্রত্যেকে নিজেদের জীবনকে মাদক মুক্ত একটি সুন্দর জীবন হিসেবে গড়ে তুলবে।জীবনে কোন সময়ে নিজেকে বেকার রাখবে না।কোন না কোন কাজে নিজেকে নিয়োজিত রাখবে।পড়ালেখার পাশাপাশি নিজেদের কর্মযোগ্যতা বৃদ্ধি করতে হবে।ধর্মীয় অনুভূতি মেনে চলবে, দেখবা তুমি দেশ ও দশের কাছে একজন গ্রহণযোগ মানুষ হিসেবে পরিচিতি পাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা