April 19, 2024, 11:03 am

উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন

১৩ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৪৮ তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ১২ সেপ্টেম্বর বিকাল ৪ টায়,ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে মুখোমুখি হয়েছিল ছাগলনাইয়া পৌরসভাধীন হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়।ফাইনাল খেলায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় দল,হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় দল কে ০২ শুন্য গোলে পরাজিত করে উপজেলা পর্যায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি তুলেদেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।এই সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন,ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমোয়াজ্জেম হোসেন ও হিছাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বেলাল ভূঞাঁ প্রমূখ।
উল্লেখ্য এই প্রতিযোগিতায় উপজেলার ২৭ টি উচ্চ বিদ্যালয় ২৯ টি মাদ্রাসা ও ৩ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণ করার কথা থাকলেও বেশীরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের উদাসীনতা এবং এই বিষয় যথাযত কর্তৃপক্ষের দায়িত্বশীল তদারকি না থাকায়,প্রতি বছরই এই প্রতিযোগিতায় হাতেগনা মাত্র কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাতিত বাকীদের অংশ গ্রহণ করতে দেখাযায়না।যদিও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া শিক্ষক পদে একজন বছরের পর বছর সরকারী বেতন ভাতাসহ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগকরে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা