April 16, 2024, 3:10 pm
সর্বশেষ:
মেঘনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত মেঘনায় কাঁঠালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার ঈদ সামগ্রী বিতরণ মেঘনায় বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দে ভাটা, নিরসন জরুরি এততান কিরতি আনছত, ঘরে আছেনা! মেঘনায় গণ ও যুব অধিকারের ইফতার বিতরণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী মৎসজীবী লীগ : খোকন সভাপতি শরীফ হোসেন সম্পাদক মেঘনায় দোকানে আগুনের ঘটনায় বাবাসহ দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রথম বারের মত শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা : মো.মুনীর হোসাইন খান রিটার্নিংকর্মকর্তার সাথে আচরণ বিধির মতবিনিময়ের পরেই এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকির অভিযোগ 

মেঘনার অভ্যন্তরীণ রাস্তার বেহালদশা।

১৭ আগস্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লা মেঘনা উপজেলার অভ্যন্তরীণ কাচা – পাকা রাস্তা গুলোর বেহাল দশায় চলাচল অনুপযোগী হয়ে উঠেছে। চন্দনপুর থেকে মুক্তি নগর পর্যন্ত ৪. ৫০ কি মি রাস্তা খনাখন্দের কারনে চলাচলের অযোগ্য হয়ে যায় ও প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। মুক্তিনগর থেকে ছিনাই মোড় পর্যন্ত রাস্তার রাধানগর ব্রিজের পরে খানাখন্দভরা ফলে ব্যস্ততম রাস্তার উপর দিয়ে সিওএন জি প্রাইভেটকার সহ ভারী যানবাহন চলাচল করতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তুলাতুলি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের রাস্তাটিও বেহাল দশা, অদৃশ্য কারণে এর কাজ করা হচ্ছেনা ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে জনগণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ভাটের চর থেকে প্রেসক্লাব মোড় রাস্তার লুটের চর ও নয়া মোহাম্মদ পুর নদীর ঘাট পর্যন্ত সড়কের চিত্র খুবই ভয়াবহ, এ দিকে হিজল তলী থেকে করিমাবাদ রাস্তায় ও বকসিকান্দা থেকে কান্দার গাও রাস্তায় ধানের চারা রোপণ করা যাবে হীন পরিস্থিতিতে জনভোগান্তী চরম আকার ধারন করেছে। বৃষ্টি মৌসুমে নিম্নাঞ্চল গুলোতে এই পরিস্থিতির মোকাবেলা করতে হয় প্রতিবছরই জনমনে প্রশ্ন গতানুগতিক জনবল দেখভাল করার জন্য থাকলে এই পরিস্থিতি তে অনেকটাই লাঘব সম্ভব। ফেসবুকে এ নিয়ে ভিডিও ফুটেজ সহ অনেক  লেখালেখি চলমান কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আকুল আবেদন দৈন্যদশা থেকে মেঘনাবাসীকে মুক্তি দিন। সরকারি ছুটির কারনে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা