April 19, 2024, 2:12 am

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের ভাটের – মেঘনা লিংক রোডে ফুট ওভার ব্রিজের জন্য উপর মহলে আলোচনা স্বাপেক্ষে ব্যবস্থা নিবো : রতন শিকদার।

২৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি, মেঘনা সংবাদদাতা :  ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটের চর থেকে মেঘনা উপজেলা লিংক রোডে ফুট ওভার ব্রিজের বিষয়ে স্থানীয় সাংসদ ও মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর সাথে অতি শিগগিরই আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে যেন আর কারো প্রান এভাবে এই স্থানে ঝড়ে না যায় দূর্ঘটনায় বললেন মেঘনা উপজেলা চেয়ারম্যান, উপজেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। তিনি আজ উপজেলার সেননগর মাদ্রাসায় মেঘনা উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি, সড়ক দূর্ঘটনায় নিহত  ডা.  আনোয়ার হোসেন ভূইয়ার জানাজায় অংশ গ্রহণ পূর্বক বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন মহাসড়কে খুব দ্রুত গতিতে যান চলাচলের কারনে এই দূর্ঘটনা ঘটে আমরা এর একটা বিহিত অচিরেই করবো ইনশাআল্লাহ । রতন সিকদার কান্নাজড়িত কন্ঠে হাজারো মানুষের সামনে প্রয়াত আনোয়ার হোসেন ভূইয়ার স্বৃতিচারণ করতে গিয়ে বলেন আমরা আজ একজন ভালো মানুষকে হারালাম। যা কখনও পূরন হবেনা। এ উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ  আলেম ওলামারা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা