April 19, 2024, 4:43 pm

গজারিয়ায় ছেলে ধরা গুজব প্রতিরোধে জুমা‘র আগে মসজিদে প্রচারণা পুলিশের

২৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

আজ শুক্রবার জুমার নামাজের খুতবার আগে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার জামে মসজিদ সমূহে ছেলে ধরা ও কল্লাকাটা গুজব প্রতিরোধে মুসল্লিদের সাথে সচেতনতা মূলক প্রচারণা চালিছেয়ে গজারিয়া থানার পুলিশ।
গজারিয়্ াথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ জানান, প্রতিটি মহল্লায় গুজব প্রতিরোধে ওই আয়োজন।
এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকের অংশ গ্রহনে অনুরূপ প্রচারণা চালানো হয়েছিল বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দশ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় ছেলেধরা গুজব ছড়িয়ে তিনজনকে পিটিয়ে আহত করেছিল উত্তেজিত জনতা। আহত তিনজনকেই পুলিশ উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়েছিলেন।
বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে ছেলে ধরা গুজব ছড়িয়ে গত মঙ্গলবার ছেলে ধরা সন্দেহে একজনকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।
খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করতে গেলে জনতার রোষানলে পড়ে পুলিশের গাড়ি।
গত বুধবার ভবেরচর এলাকার পৈক্ষারপাড় গ্রাম থেকে আহত অবস্থায় কথিত ছেলে ধরfকে উদ্ধার করে পুলিশ।
এর দিন কয়েক আগে পোড়াচক বাউশিয়া এলাকা থেকে ছেলে ধরা গুজবে পিটিয়ে আহত এক যুবককে উদ্ধার করেছিল পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা