April 19, 2024, 3:07 pm

লিডার্স সামিট ও হিরো অ্যাওয়ার্ড সম্মাননা পেল “আমরা মেঘনাবাসী” সামাজিক সংগঠন

১৮ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

নিজস্ব প্রতিবেদক।।

আরভি (AARVI) ফাউন্ডেশন আয়োজিত লিডার্স সামিট ও হিরো অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পেল “আমরা মেঘনাবাসী”। রাজধানীর লায়ন্স ভবনের অডিটোরিয়ামে এই লিডার্স সামিট ও হিরো অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা প্রদান করা হয়।আমরা মেঘনাবাসীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন আমরা মেঘনাবাসীর প্রতিষ্ঠাতা মোঃ আলম শাহ অয়ন, মোঃ জাকির হোসেন, আবুল কালাম আজাদ, সোহেল রানাসহ আরো অনেকে।২০২২ সালে দুই হাজারের অধিক আবেদন থেকে বাছাই করে ২০টি সংগঠনকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ডঃ এম হেলাল, টেলিফোন শিল্প সংস্থার সাবেক পরিচালক ফখরুল হায়দার চৌধুরী, ঢাকাস্থ খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জহুরুল ইসলামসহ আরো অনেকে।উল্লেখ্য যে, “আমরা মেঘনাবাসী” কুমিল্লা জেলার মেঘনা উপজেলার একটি অরাজনৈতিক  অলাভজনক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের বঞ্চিতদের নিয়ে কাজ করে আসছে। সংঠনটি বিভিন্ন সময়ে বিনামূল্যে চক্ষুশিবির আয়োজন, রতœগর্ভা মাদের সম্মাননা প্রদান, মাদকবিরোধী সাইকেল র‌্যালীর আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচী, কোভিড-১৯ মোকাবিলায় কর্মহীনদেও খাদ্যসামগ্রী বিতরণ, সমাজের যুবসমাজকে খারাপ কাজ হতে বিরত রাখতে ক্রিকেট ম্যাচের আয়োজনসহ বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত রাখছে। উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠিত “আরভি ফাউন্ডেশন” একটি অলাভজনক, অরাজনৈতিক, বেসাকারি এবং দাতব্য একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশকে নিরক্ষরতা, ক্ষুধা, দারিদ্র, অবক্ষয় বায়স, লিঙ্গ, ধর্মের উপর ভিত্তি করে সব ধরনের শোষণ হতে মুক্ত করতে কাজ করে থাকে।যেসব সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধি ব্যক্তির ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেয়া, যুব উন্নয়ন, অতিদরিদ্র মানুষদের দারিদ্রমুক্ত, মাদক বিরোধী সরচতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবিলায় কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনর্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কুতি উদ্যোগ, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, প্রতিবন্ধকতা, মানবাধিকার, সুশিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, জনসচেতনতা এবং দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন তাদের মধ্য হতে সেরাদের সেরা মনোনীত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা