মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

১৬ ডিসেম্বর ২০২২ইং, বিন্দু বাংলা টিভি ডটকম,
মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লা মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূঁইয়া এমপির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ ছমিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে,ভাইস চেয়ারম্যান মিলন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কোমলমতি শিক্ষার্থী সহ অন্যরা। মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, আওয়ামিলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, , মাঠ পাস, নৃত্য সর্বশেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।