জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাক্ষাৎ

১৩ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

ডেস্ক রিপোর্ট : 

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। রাষ্ট্রপ্রধান নতুন কর্মক্ষেত্রে তার সাফল্যও কামনা করেন।

সাক্ষাৎকালে নতুন মুখ্য সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। -বাসস

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button