April 19, 2024, 3:03 pm

হোমনায় মুক্ত-জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠন এর শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে ২০২২ ইং সালকে বরণ

২ জানুয়ারী ২০২২, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার,হোমনা কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় গতকাল শনিবার মুক্ত-জীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের অস্থায়ী কার্যালয়ে হতদরিদ্র মানুষের মাজে শীতবস্ত্র (কম্বল) বিতরণ,আলোচনা সভা স্বেচ্ছাসেবকদের সাথে শুভেচ্ছা বিনীময়ের মধ্য দিয়ে ২০২২ ইং নতুন বছরকে বরণ করে নেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গতকাল ১ জানুয়ারি বিকাল তিনটায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজকর্মী রোবেল রানার সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের বিশেষ অতিথি, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম, উপদেষ্টা শওকত আলী মোল্লা,প্রভাষক মইনুল হক। নতুন বছরের কার্যক্রম সম্পর্কিত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির সুমন (গ্রীন ভয়েস),

No description available.

এসময় তিনি সংগঠনের কর্মকান্ড সকলের সামনে তুলে ধরে দিক নির্দেশনা মুলক বক্তব্যের পাশাপাশি আরো বলেন, মুক্তি জীবন এর সকল কাজের পরিকল্পনা সুলিখিত, এখন শুধু বাস্তবায়নের পালা। আমাদের লক্ষে আমাদের পৌঁছাতে হবেই সেই লক্ষে পৌঁছাতে সকল শ্রেণী-পেশার মানবিক মানুষ গুলোর সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ,সহ-সভাপতি সাইফুল ইসলাম,আবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন, অর্থসম্পাদক শাহরিয়ার কবির হৃদয়। ঢাকা উত্তরা ইয়োগা সোসাইটির সংগঠক নাছির উদ্দিন তন্ময়, সংস্কৃতিক সংগঠক গিয়াস উদ্দিন, তিতাস উপজেলার দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু সালে প্রমুখ সহ সংগঠনের সকল সদস্য, ছাত্র, শিক্ষক,সমাজকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা