April 26, 2024, 9:57 am

হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ইউএনও

১১ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করা করেন ইউএনও রুমন দে। আজ শনিবার সকালে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহাঙ্গীর আলম, ইপিআই টেকনোলজিস্ট শেখ ফরিদ, স্বাস্থ্য পরিদর্শক আবু তাহের, ষ্টোর কিপার (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন প্রমুখ। জানা যায়, জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপজেলার ৯টি ইউনিয়নের একটি পৌরসভায় আজ ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা