April 26, 2024, 8:02 am

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

১৭ ডিসেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৬ ডিসেম্বর ২০২১,বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভসূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি অফিস, ভবন, শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮.৩০ টায় শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন। দুপুরে মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে আলোচনা সভা হয়  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার,  মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন,  সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা রহমান, রাধানগর  ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, গোবিন্দ পুর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্যাহ মাস্টার, চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ,বড়কান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন,  ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। এদিকে উপজেলা বিএনপি পুস্পস্তবক অর্পণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, সলিমুল্লাহ মোহাম্মদ,  শাহাবুদ্দিন আহমেদ, দিলারা শিরিন, উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভূইয়া, সদস্য সচিব আঃ হান্নান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান দিপু প্রমুখ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহিন, সাবেক যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ,। উপজেলা ছাত্র ও যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। শড়ির চর্চা, প্রদর্শন, পুরস্কার বিতরণ, প্রীতি ফুটবল, কাবাডি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা