March 29, 2024, 9:14 am

বাঞ্ছারামপুরে একটি গ্রাম একটি পরিবার সামাজিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

০৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,সৈয়দ আনোয়ার বাঞ্ছারামপুর থেকে ফিরে…

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি গ্রাম একটি পরিবার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে উন্নতমানের ৫০০ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের অন্তর্গত ভুরভুরিয়া পশ্চিম পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ভুরভুরিয়া,গঙ্গানাগর,একরামপুর গ্রামের হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থান প্রতিষ্ঠাতা প্রফেসর ডা.এ,কে মাহবুবুল হক, অভিনেতা ও স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মাতা মো.রাসেল মিয়া, ভাইরে ছবির পরিচালক অভিনেতা সীমান্ত, রাবেয়া গফুর জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম মিয়া।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উমুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠাতা সারওয়ার হাসান, মুক্তজীবন স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি আবু সাইদ, বাংলাদেশ ব্লাড এন্ড প্লাজমা সংগঠক মো. নাঈম,দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনসহ আরোও অনেকে। আলোচনা সভায় বক্তারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে সংগঠনের সেবামূলক কাজের বেশ প্রশংসা করেন। সভায় সংগঠনের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, আমাদের এই সংগঠনে আছে একঝাক নিবেদিত কর্মী। দুস্থ্য-অসহায় মানুষের কষ্ট ও তাদের সম্মানের কথা চিন্তা করেই আমরা এই প্রতিবছরের উদ্যোগ গ্রহণ করে থাকি। আজ এই সংগঠনটি ৫০০ পরিবারকে কম্বল বিতরণ করতে পেরেছি। আমাদের এই সংগঠন একটি গ্রাম একটি পরিবার গ্রামের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র দেওয়ার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এছাড়াও একটি গ্রাম একটি পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা