April 18, 2024, 9:35 pm

তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা সৌদি আরবের

১২ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অন্যধর্মের মানুষকে ইসলামে ধর্মান্তরিত করার আন্দোলন তাবলিগ জামাতকে ‘সন্ত্রাসবাদের প্রবেশপথ’ আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব।

রোববার (১২ ডিসেম্বর) দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স দফতরের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল শেখ টুইটারে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন তিনি।

সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, দেশটির ইসলামি বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লাতিফ আল শেখ যেসব মসজিদে জুমার নামাজ হয় সেসব মসজিদকে অস্থায়ীভাবে পরের জুমার খুতবাকে তাবলীগ জামাতের বিরুদ্ধে সতর্ক করার জন্য বরাদ্দ করার নির্দেশ দিয়েছেন’।

এতে বলা হয়, সৌদি সরকার মসজিদের ইমামদের জনগণকে জানাতে নির্দেশ দিয়েছেন যে, সৌদি আরবে তাবলিগী এবং দাওয়াহ গ্রুপসহ দলীয় গোষ্ঠীর সঙ্গে অংশীদারিত্ব নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা