April 25, 2024, 5:59 pm

র‌্যাবের অভিযানে ৩৫০ জনকে জরিমানা

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সরকারি নির্দেশনা অমান্য করে চলমান লকডাউনে বাইরে বের হওয়ার অভিযোগে ৩৫০ জনকে ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা জরিমানা করা হয়েছে। দেশব্যাপী র‌্যাপিড একশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ১৫ টি ব্যাটেলিয়ন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউনের পঞ্চম দিনে এসব জরিমানা করা হয়।

লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, মোটরসাইকেলে দুজন আরোহী বহন, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরা করা, মাস্ক না পড়ার কারণে আর্থিক জরিমানা করা হয়। ৪২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশব্যাপী বিধি-নিষেধ অমান্য করায় ব্যক্তিদের জরিমানা করা হয়। ১৯০টি টহল ও ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয় দেশব্যাপী। এছাড়া দুঃস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা